নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার থানা রোডস্থ জয় আহম্মেদ (২২) কে ছুরি দিয়ে গুরুত্বর আঘাত করার ১৩ দিন পর বুধবার রাতে উপজেলার গুচ্ছগ্রাম থেকে প্রধান আসামী মোঃ মারুফ মিয়া (২০) কে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মারুফ মিয়া পুকুরিয়া গ্রামের সুরুজ আলী ছেলে।
তার নামে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। চলতি মাসের ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে ওই ঘটনাটি ঘটে। জয় আহম্মেদ পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার ছেলে। সে ফ্রেশ কোম্পানীর ভ্যানগাড়ীতে মালামাল বহন করে এবং বিভিন্ন দোকানে ডেলিভারীর দেয়। ঘটনার সময় থানা রোডে যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে কথার তর্ক-বির্তক থেকে হাতাহাতি হয়।
হাতাহাতির এক পর্যায়ে জয় আহম্মেদকে ছুরি দিয়ে জখম করে। এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এ পর্যন্ত মামলার প্রধান আসামী মোঃ মারুফ মিয়াসহ তিনজনকে গ্রেফতার করে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে।