শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টেপ বল বিপিএল–২০২৫ শুভ উদ্বোধন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে “টেপ বল বিপিএল–২০২৫” টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। দিনটির প্রথম প্রহরে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব নাসিফা আরেফিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব শাহদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, ফরটিস গ্রুপ, এবং বরেণ্য অতিথি জনাব মোঃ সুলতান উদ্দিন প্রধান ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব সাইফুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন, প্রধান উপদেষ্টা জনাব সাইজুদ্দিন আহমেদ, কালিয়াকৈর সরকারি কলেজের বিভাগীয় প্রধান এসএম খালিদ, কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সী, মোঃ ফরহাদ হোসেন, এবং পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। সকালবেলায় স্থানীয় ১৬টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।

দুপুর ১টার দিকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গাজীপুর লায়ন্স এবং খুলনা টাইগার্স দল। এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে, যারা পর্যায়ক্রমে লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

অনুষ্ঠান ও খেলা সফলভাবে পরিচালনায় যুক্ত রয়েছেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ক্লাবের সদস্য, ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবীরা। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক এবং সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান,

“খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ প্রজন্ম গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”

 

উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকা আজ পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD