ঢাকার সাভার উপজেলার আমিন বাজার এলাকার মোঃ মাসুদ রানা (৩৪) নামক এক ব্যক্তি জমি দখল নিয়ে মারধরের অভিযোগে একাধিক ব্যক্তি ও অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসীতে ভর্তি হন।
এ বিষয়ে অভিযোগে জানা যায়, মাসুদ রানা তার পিতার (হাজী মোহাম্মাদ কমর আলী) নামে ধোবাইর, বেগুনবাড়ী, আমিন বাজারে ৭০৯ শতাংশ জমির মালিক। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি জাল দলিলের মাধ্যমে অবৈধ দখলের চেষ্টা চালিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, এই জমির মালিকানা প্রতিষ্ঠা করতে মাসুদ রানা ২০১৫ সালে যুগ্ম জেলা জজ ২য় আদালত, ঢাকা-তে মামলা (মামলা নং ৬০৪/২০১৫) দায়ের করেন, এবং আদালত থেকে দলিল বাতিলের ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ আগস্ট, রেজিস্ট্রি অফিসে দলিল বাতিল করা হয় (দলিল নং ৬১৯০/২০১১), এবং সাভার সহকারী ভূমি অফিসে (মামলা নং ৫৭৪/২২) জাল দলিলের নামজারি বাতিল করে নিজ নামে নামজারি সম্পন্ন করেন।
তবে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, সকাল ১২:০০ ঘটিকায়, মাসুদ রানা অভিযোগ করেন যে, তার বাতিলকৃত জমিতে একাধিক ব্যক্তি জোরপূর্বক দখল নিতে চেষ্টা করে। এ সময়, তিনি বাধা প্রদান করলে, বিবাদীগণ দেশীয় অস্ত্র, লাঠি ও কিল-ঘুষি দিয়ে তাকে মারধর করেন। মারধরের ফলে, মাসুদ রানা গুরুতর আহত হন। তার কাঁধে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়, ঠোঁটে রক্তাক্ত জখম হয়, মাথা ফুলে যায় এবং বাম হাত ভেঙে যায়।
অভিযোগের পর, মাসুদ রানা জানান, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সাভারের একটি ফার্মেসীতে চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে মাসুদ রানা সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ (এসআই) বিলায়েত হোসেন বলেন, ‘দুই পক্ষই অভিযোগ পেয়েছি। দুই পক্ষের অভিযোগ শুনেছি। তাদেরকে ডাক দিয়ে বিষয়টি শুনেছি।