বীরগঞ্জে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলুর উপস্থিতি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও শালতলী গ্রামবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন ধলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বায়েজীদ মিয়া এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে গ্রামীণ লোকসংগীত, নাচ ও নাটকের মাধ্যমে স্থানীয় শিল্পীরা দর্শকদের মনোরঞ্জন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-তরুণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন