ময়মনসিংহে ওয়ার্ডভিত্তিক মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের ২য় পর্যায়ের শুভ উদ্বোধন
আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মোখতার আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে. দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত ফগিং ও লার্ভা ধ্বংস অভিযান অব্যাহত রাখা হবে।
পরে প্রশাসক মোখতার আহমেদ নিজ হাতে ফগিং মেশিনের মাধ্যমে প্রতীকীভাবে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এই ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ধারাবাহিকভাবে লার্ভা ধ্বংস, নালা-নর্দমা পরিষ্কার এবং ফগিং কার্যক্রম পরিচালনা করা হবে।