কলকলিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর ঋন মেলা উদ্বোধন
জগন্নাথপুরে কলকলিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর আয়োজনে ফসল ঋন বিতরণ উপলক্ষে “ঋণ মেলা” উদ্বোধন করা হয়েছে।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক এর আয়োজনে তারুণ্যের উৎসব –২০২৫ এর রবি মৌসুমের ফসল ঋন বিতরণ ১৫ ই অক্টোবর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় অত্র শাখায় “ঋণ মেলা ” উদ্বোধন করেছেন, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুপারিন্টেন্ডেন্ট শাহজাহান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কলকলিয়া শাখার ব্যবস্থাপক (মূখ্য কর্মকর্তা) সম্রাট রায়, বাংলাদেশ কৃষি ব্যাংক কলকলিয়া শাখার দ্বিতীয় কর্মকর্তা সাগর তালুকদার ও অত্র ব্যাংকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ সুবিধাভোগী কৃষকগণ।
উক্ত অনুষ্ঠানে ১৫ জন কৃষক এর মধ্যে ১৬ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ কৃষি ব্যাংক কলকলিয়া শাখা ব্যবস্থাপক সম্রাট রায় একান্ত আলাপকালে বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক সার্বক্ষণিক অনন্য ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এর এই সফলতা ধরে রাখতে কৃষকগণ সহ সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি।