শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এর মিডিয়া ক্যাম্পেইন

নাজিম সরদার খুলনা প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এর মিডিয়া ক্যাম্পেইন

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৫ অক্টোবর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও দৈনিক প্রবাহের আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউ–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে।
জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। ধ্রুব অ্যালােেন্সর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক প্রকল্প বিষয়ে, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রটেক্ট কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু সাংবাদিকদের ঝুঁকি ও করণীয় বিষয়ে ও আনিছুর রহমান কবির জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কার্যক্রম সর্ম্পকে পাওয়ার পয়েট উপস্থাপন করেন।
বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিভিন্ন পর্যায়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, খুলনা সাংবাদিক সুরক্ষা মঞ্চের সদস্য সচিব মো. হেদায়েত হোসেন, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান, দৈনিক সংগ্রামের বু্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আবুল হাসান হিমালয়, খুলনা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মুসা রঞ্জু, একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আশরাফুল ইসলাম নূর, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক আর জি উজ্জ্বল, খুলনা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন মিলন, গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান মোহাম্মদ সিয়াম প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিএমকেএস-এর নির্বাহী পরিচালক আবুল হোসেন, ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আরফিন, মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার ম-লসহ কমিউনিটি ফোরামের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত দিক থেকে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ। চ্যালেঞ্জিং এ পেশায় সাংবাদিকদের লড়াই করে টিকে থাকতে হয়। তাই তাদের নিরাপত্তা, চাকুরি নিশ্চয়তা, পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসেবে সাংবাদিকদের সকল অপ কর্মের  বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া ২৪শে অক্টোবর  হোটেল এম্বাসেডারের কনফারেন্স রুমে পলিসি ডায়লগ শিরোনামে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। যেখানে খুলনার প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক,  বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকহ বিভিন্ন সাংবাদিক ও এনজিও কর্মী  উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD