ধর্মপাশায় বাদশাগঞ্জে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করেছেন বাদশাগন্জ ডিগ্রি কলেজ ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -কর্মচারীরা। সোমবার সকাল ১১টায় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাদশাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
“বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী” ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% প্রদানের দাবি জানান। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক,বাদশাগন্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,কলেজের ইতহাস বিভাগের সহঃ অধ্যাপক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন,বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক বাবু বিজন বর্মন ও কলেজের অফিস সহকারী লুৎফর রহমান উজ্জ্বল। বক্তারা বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।”তাঁরা আরও বলেন, “নিরীহ শিক্ষকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।”##