নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতানের স্ত্রী নার্গিস আক্তার (৪৭) মর্মাত্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টিপু সুলতানের মা রাবেয়া বেগমের চিকিৎসা শেষে ময়মনসিংহ থেকে প্রাইভেটকারে মোহনগঞ্জে আসার পথে বেলতলী নামক স্থানে প্রাইভেটকার ও বাস মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারে থাকা মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান (৫৭), স্ত্রী নার্গিস আক্তার (৪৭), মা রাবিয়া বেগম (৮০) ও প্রাইভেটকার চালক গুরুত্বর আহত হলে চিকিৎসার জন্য ময়মনসিংহ স্বদেশ প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে নার্গিস আক্তার মৃত্যুবরণ করেন। আহত টিপু সুলতান চিকিৎসা শেষে স্ত্রী নার্গিস আক্তারের লাশ নিয়ে মঙ্গলবার সকালে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া বাসায় আসেন এবং রাবিয়া বেগম ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নার্গিস আক্তারের প্রথম জানাযা দুপুর ২টায় মাইলোড়া হাজী দুদু মিয়ার চাউলের মিল এবং দ্বিতীয় জানাযা বিকাল ৫টায় নিজ বাড়ী বড়কাশিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।