বটিয়াঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা শহিদুল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার ফরহাদ হোসেন, উপ-সহকারী আশরাফুল হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। সভায় পূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।