“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জামাত ইসলামের উপজেলা শাখার আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি রুহুল আমীন নগরী, ইসলামী আন্দোলনের নেতা সানোয়ার হোসাইন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ কামরুজ্জামান সুমন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বক্তব্যে বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।