ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণ চলাকালে শিশুর মর্মান্তিক মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্বরে সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে এসে পানিতে ডুবে মারা গেছে আয়মান হোসেন (৭) নামে এক শিশু। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আয়মান সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শুক্রবার ও শনিবার পরিষদের পুকুরে শিশু-কিশোরদের সাঁতার শেখানো হয়। প্রশিক্ষণের একপর্যায়ে আয়মান পানিতে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর অভিভাবক অভিযোগ করে বলেন, “আমরা ছেলেকে পাঠিয়েছিলাম সাঁতার শেখার জন্য, মরদেহ ফেরত নেওয়ার জন্য নয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।”
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।