মোহনগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক শাখার
ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার মোহনগঞ্জ পৌর ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে দশটি পদে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। পরে রাত ১০টার দিকে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আসাদ ইবনে মিজানের স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মোঃ গোলাম কিবরিয়া শামীম (হারিকেন) ৮০৮, কার্যকরী সভাপতি পদে মোঃ বাবুল হোসেন বাবলু (হাঁস) ৮৭২, সহ-সভাপতি পদে মোঃ আকিকুল ইসলাম (হুক্কা) ৭৩৫, সাধারণ সম্পাদক পদে মোঃ বারিন কার্ণায়েন (ছাতা) ৯০৪, যুগ্ম-সম্পাদক পদে মোঃ আমিরুল ইসলাম মিঠু (ফুটবল) ৬৬৭, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ কবির আহম্মেদ (টেবিল) ৬৪৮, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল মোজাহিদ (নিশান), ৫৮৫, প্রচার সম্পাদক পদে মোঃ জুলহাস (মই) ৬৩৮, কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তাফিজুর রহমান (মাছ) ৭২০, দপ্তর সম্পাদক পদে মোঃ রাশেল (দোয়েল পাখি) ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।