ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন
দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেছে সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব কাওসার আহমেদ শিশির।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ঢাকা কলেজ ক্যাম্পাসে শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারাগাছ রোপণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি
সংগঠনে উপদেষ্টা কাওসার আহমেদ (শিশির)।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক নুরনবী হাসান (নাহিদ), সহ সংগঠনের অন্যান্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সংগঠনে উপদেষ্টা কাওসার আহমেদ (শিশির) বলেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সৌন্দর্য বর্ধন ও নতুন প্রজন্ম কে বৃক্ষরোপনে আগ্রহী করার লক্ষে এই কর্মসূচি উদ্যেগ নিয়েছে আমাদের সংগঠন যা চলমান থাকবে। তিনি আরও বলেন আমাদের এই সংগঠন দিনাজপুর জেলার ছাত্র ছাত্রী পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার সেমিনার, স্টুডেন্ট হেল্পডেক্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, বৃক্ষরোপন কর্মসূচি সহ নানা কর্মসূচি পালন করে আসছে।
আমরা দিনাজপুরের সন্তান আমরা যেনো দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারি, আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি সেজন্য দিনাজপুর বাসী আমাদের পাশে থেকে উৎসাহিত করবে এই কামনা করি।
পরে দিনাজপুর জেলার সার্বিক উন্নয়ন, অগ্রগতির জন্য এবং সকল শিক্ষার্থীর সফলতা কামনায় বৃক্ষ রোপণ কার্যক্রম শেষে দোয়া মোনাজাত করা হয়।