গাছের গুঁড়ি, মরা গরুর পর এবার দুধকুমার নদে ভেসে এলো গন্ডার।
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে ভারতের দিক থেকে ভেসে আসছে নানা কিছু— কখনো গাছের গুঁড়ি, কখনো মরা গরু, সাপ ও মাছ। এবার সেই ধারাবাহিকতায় দুধকুমার নদে ভেসে এসেছে এক গন্ডারের মরদেহ।
বুধবার (৮ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় দুধকুমার নদের চরে গন্ডারের মরদেহটি আটকা পড়ে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্তের ওপারে ভারতের অংশে বন্যা ও পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এরই প্রভাবে গত রোববার থেকে নদ দিয়ে গাছের গুঁড়ি, গরুর মরদেহ, সাপ, মাছসহ বিভিন্ন প্রাণী ভেসে আসছে। সর্বশেষ বুধবার সকালে দেখা যায় গন্ডারের মৃতদেহ।
খবর পেয়ে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদুঘরের কিউরেটর জুয়েল রানা ও উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন,
গণ্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়। তাই সেটি নদীর চরে গর্ত করে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।”