চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, চালক-হেলপার পলাতক
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সোমবার (৭ অক্টোবর ২০২৫) রাত সারে ১০টার দিকে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলামসহ একদল পুলিশ সদস্য ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে মাঠে ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, সোর্সের মাধ্যমে জানতে পারি একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে একটি ট্রাক শিবগঞ্জের দিকে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সারে ১০টায় মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে পুলিশ চেকপোস্ট বসায়।
অল্প সময় পরই সন্দেহভাজন ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের ট্রাকটি সেখানে পৌঁছায়। পুলিশ ট্রাক থামানোর সংকেত দিলে চালক রাস্তায় ট্রাক থামিয়ে চালক ও হেলপার উভয়েই পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে ট্রাকের পিছনে থাকা একটি নীল পলিথিনে মোড়ানো দুইটি সাদা বস্তা থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরো জানায়, গাঁজাগুলো জব্দতালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায়
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
#
মো: আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
০৮-১০-২০২৫