গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি ” এই পতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার ( ৮ অক্টোবর) সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন , প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইসাহাক আলী, উপজেলা এলজিডি প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, সহকারী পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাখায়াত হোসেন, একাডেমি সুপার ভাইজার আসমা খাতুনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী বিভিন্ন স্কুলের ছাত্রী শিক্ষক ও অভিভাবক প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, কন্যাশিশুদের অধিকার ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে এই দিনে শিশুদের প্রতি যেকোনো ধরনের ভেদাভেদ বা বৈষম্য দূর করে, তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ করার আহ্বান জানান।
#
মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
০৮-১০-২০২৫