বিরলে প্রতারণার অভিযোগে এক ভন্ড তান্ত্রিক আটক।। থানায় মামলা
দিনাজপুরে বিরলে তান্ত্রিক পরিচয়ে প্রতারণা করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান ওরফে মিজান (৫০) নামের এক ভন্ড তান্ত্রিককে আটক করেছে পুলিশ।
ভন্ড তান্ত্রিক মোঃ মিজানুর রহমান ওরফে মিজান বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বহবল দিঘী (আছুটিয়া) গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার একাধিক লোকের সাথে তান্ত্রিক পরিচয়ে জিনের মাধ্যমে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করে স্বর্ণের অলংকার ও নগদ অর্থ আত্মসাৎ করে আসছিলেন তিনি।
রবিবার এক ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান মিজান’কে আটক করে পুলিশ।
এ খবর ছড়িয়ে পড়লে একে একে থানায় বাড়তে থাকে ভূক্তভোগীর সংখ্যা। পরে উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের সাত্তার আলীর ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, এক ভুক্তভোগীর অভিযোগে তাকে আটক করলেও আটকের পর তান্ত্রিক মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বেশ কয়েকজন প্রতারিত ভূক্তভোগী থানায় মৌখিক অভিযোগ করছেন।
প্রতারণা ও আত্মসাতের মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং ৪২০/৪০৬।