ধর্মপাশায় আদালতে প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মো. আখতার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আখতার হোসেন পিছন থেকে এসে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে জনগন আখতার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন,
আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। হাসপাতালে নেওয়ার পর কর্বরত ডাক্তার থাকে মৃত বলে ঘোষণা করেন। ##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ৭/১০/২৫