অপরিকল্পিত নগরায়নে স্থবির ময়মনসিংহ : টেকসই মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবি
৫ অক্টোবর বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে “ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে মুক্ত আলোচনা” শীর্ষক একটি উন্মুক্ত মতবিনিময় সভা।
সভায় নগরীর যানজটের নানাবিধ কারণ, চলমান সংকট এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ নাগরিকরা।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মিরা। তিনি বলেন, “নগরের উন্নয়ন শুধু অবকাঠামো নয়, নাগরিক মনোভাবের পরিবর্তনও নির্ভর করে। সচেতন নাগরিক সমাজের সহযোগিতা ছাড়া উন্নয়ন টেকসই হয় না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে. বি. এম. সাদ্দাম হোসেন, বিআরটিএ-এর সহকারী পরিচালক মোঃ আবু নাঈম, পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর ও সম্পাদক সুজন ময়মনসিংহ।
সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্না।
কী-নোট প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা ইয়াজদানী কোরায়শী কাজল, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভাবক ও উদ্যোক্তা বিপ্লব নিভ।
অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের যানজটের কারণ ও প্রতিকার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক মজিবুর রহমান মিন্টু। তাঁর প্রেজেন্টেশনে তিনি নগরীর অপরিকল্পিত নগরায়ন, সংকীর্ণ সড়কব্যবস্থা, রিকশা ও অটোরিকশার আধিক্য, এবং কেওয়াটখালি আর্চ স্টিল ব্রিজের সংযোগ সড়কের কারণে সৃষ্ট যানজটের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, “এই শহরের সড়ক পরিকল্পনায় জনসংখ্যা ও যানবাহনের বৃদ্ধি বিবেচনায় না রাখায় প্রতিদিন নাগরিকদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট হচ্ছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহাঙ্গীর আলম (সাবেক পরিচালক, বিনা), এডভোকেট শিব্বির আহমেদ লিটন (সাধারণ সম্পাদক, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন), এডভোকেট এ.টি.এম. মাহবুব আলম (ভাইস-চেয়ারম্যান, গণমাধ্যম মানবাধিকার সংস্থা ঘচঝ), সারোয়ার কামাল রবিন (আহ্বায়ক, জন উদ্যোগ ময়মনসিংহ), তাপস মজুমদার (উপদেষ্টা, আইকনিক ময়মনসিংহ), মাহবুবুর রহমান (আইকনিক ময়মনসিংহ), মানস বিশ্বাস (নগর পরিকল্পনাবিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন), মোঃ মোজাম্মেল হক মানিক (কার্যকরী সভাপতি, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন), এ এফ এম এনামুল হক (সভাপতি, বাংলাদেশ নদী পরিদর্শন দল, ময়মনসিংহ),
মোঃ আবুল মনসুর (জেলা প্রতিনিধি, এশিয়ান টিভি), এ.কে.এম.আনোয়ারুল কবির (সাহিত্যকর্মী),
রেজাউল ইসলাম বাবু (তথ্য প্রতিদিন), অনুক‚ল দাশ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন (সদস্য, নিরাপদ সড়ক চাই, ময়মনসিংহ), ফাহিম আহমেদ (বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স), মোবারক হোসেন (বেঙ্গল ইনোভেটরস), তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি, আলোকিত ময়মনসিংহ), মোঃ তৌহিদুজ্জামান ছোটন (সাধারণ সম্পাদক, ময়মনসিংহ ব্যবসায়ী সমিতি), মোঃ ইয়াহিয়া আরিফ (সাংবাদিক, ময়মনসিংহ প্রতিদিন), বিভেশ রায় (চলচ্চিত্র পরিচালক), ইয়ার মাহমুদ (গ্লোবাল টিভি), মোঃ সাঈদ (সাংবাদিক, চ্যানেল আই), মমতা বেগম (দৈনিক নওরোজ), মোঃ মোশাররফ হোসেন (এই মাত্র টিভি), এডভোকেট আহমেদ শরীফ মামুন (সদস্য, নিরাপদ সড়ক চাই, ময়মনসিংহ), এস.এম.আসাদুজ্জামান (রূপসি বাংলা সমবায় সমিতি), মোঃ মোশাররফ হোসেন জুয়েল (সাংবাদিক),
মোঃ মাসুদ রানা (সাংবাদিক), মোঃ সিরাজুল ইসলাম (জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন), মোঃ রবিউল আওয়াল রবি (ময়মনসিংহ সম্মিলিত আন্দোলন), মোঃ জামাল উদ্দিন (সাধারণ সম্পাদক, সিএনজি ও মিশুক মালিক সমিতি), মোঃ আমিনুর ইসলাম রবি (সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর), আলহাজুুর রহমান সবুজ (নিরাপদ সড়ক চাই, ময়মনসিংহ), আমজাদ শ্রাবণ (সংস্কৃতিকর্মী), ইমতিয়াজ আহমেদ (সভাপতি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ), ফখরুল হাসান সায়েম (সহ-সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই, ময়মনসিংহ), এ এফ এম মাহবুবুল হক (সদস্য, বিসিক শিল্প মালিক সমিতি, ময়মনসিংহ), রঞ্জন দাস (নির্বাহী পরিচালক, দেশ), সোহেল মাজহার (শিক্ষক, কবি ও গবেষক), মোঃ আলমগীর হোসেন শাপলা (ময়মনসিংহ), নবী হোসেন লাদেন (নাগরিক সাংবাদিক) প্রমুখ।
আলোচনার মূল বিষয়ে বক্তারা বলেন, ময়মনসিংহ নগরকে টেকসই ও আধুনিক নগরে রূপান্তর করতে হলে যানজট নিরসনে বিকল্প সড়ক তৈরি ও রুট পরিকল্পনা বাস্তবায়ন, গণপরিবহন ও পথচারী-বান্ধব ব্যবস্থা চালু, হকার পুনর্বাসন, পরিবেশসম্মত সড়ক ব্যবস্থাপনা এবং কেওয়াটখালি সেতুর সংযোগ সড়ক পুনঃনকশা করা জরুরি।
তারা বলেন, ময়মনসিংহে যানজট এখন নগরবাসীর অন্যতম প্রধান ভোগান্তি। শহরের প্রধান সড়কগুলোতে হকারদের দখল, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বক্তারা যানবাহন চলাচলের জন্য বিকল্প রুট তৈরি, সড়ক সংস্কার, পার্কিং জোন নির্ধারণ, এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেÑ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), নাগরিক আন্দোলন ময়মনসিংহ, জন উদ্যোগ ময়মনসিংহ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন, সুজন ময়মনসিংহ, আইকনিক ময়মনসিংহ, সদা জাগ্রত ময়মনসিংহ, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন, বেঙ্গল ইনোভেটরস ও সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহিত হয় ময়মনসিংহের উন্নয়ন ও নাগরিক জীবনমান উন্নত করতে ধারাবাহিকভাবে “সমাধান অন্বেষণ বৈঠক” অব্যাহত থাকবে। বক্তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে ময়মনসিংহ একদিন হবে নিরাপদ, গতিশীল ও পরিবেশবান্ধব আধুনিক মহানগর।