শ্রীপুর বিশ্ব শিক্ষক দিবস পালিত।
আজ শ্রীপুর উপজেলা চত্বরে ৫ অক্টোবর রবিবার সকাল ১১ টায় মাগুরার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত র্্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্নাজীর সভাপতিত্ব করেন।
র্্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারি সঞ্চালনা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল গনি।
আরো বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু,নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্কাস আলী, কাদিরপাড়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হালিম, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা,আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম আজম, প্রমূখ।
মোট ৪১ টি মাধামিক স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
মোঃ সাকিব খান
মাগুরা জেলা প্রতিনিধি
০১৭৫১০৫৩০৮১