ধোবাউড়ায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যােগে জনসভা ও র্যালী অনুষ্ঠিত।
ময়মনসিংহ ধোবাউড়ায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যােগে জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে আজ ৪অক্টোবর হাইস্কুল মাঠে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
ধোবাউড়া উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ময়মনসিংহ বিভাগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ওলামা ফ্রন্টের সভাপতি হজরত মাওলানা জামসেদ আলী, ধোবাউড়া উপজেলা পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, যুবফ্রন্ট এর ময়মনসিংহ জেলা উত্তর সভাপতি মোঃ আবুল হোসেন, ময়মনসিংহ জেলা পশ্চিম এর সভাপতি মোঃ নূরে আলম, জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট এর ময়মনসিংহ জেলার সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মিয়া, জেলা যুব ফ্রন্টের সহ-সভাপতি শাহীন আলম, জেলা জাকের পার্টি হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি নান্টু সুত্র ধর, জেলা জাকের পার্টি যুবক ফ্রন্টের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধোবাউড়া উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ শওকত আলী, সহ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, হালুয়াঘাট উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি মোঃ তফাজ্জল হোসেন প্রমূখ। জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট ময়মনসিংহ জেলা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন মাসুদ।