রাণীশংকৈলে কাতিহার হাটে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার হাটে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সোহেল রানা (৪৫)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। তাঁর পিতা মৃত মোফাজ্জল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ অক্টোবর) দুপুরে কাতিহার হাটে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় সোহেল রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাটবাজারে জাল টাকা ছড়িয়ে আসছেন। সাধারণ মানুষকে প্রতারণা করাই ছিল তার মূল লক্ষ্য।
ঘটনাটি নিয়ে রাণীশংকৈল থানায় বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আপনি চাইলে আমি এটিকে নিউজপোর্টাল উপযোগী শিরোনাম, সাবহেডলাইন ও ইনফো-বক্সসহ করে সাজিয়ে দিতে পারি — করবেন?