লালপুরে দারুল হিকমাহ মডেল মাদ্রাসার পথ চলা শুরু
লালপুর ( নাটোর) প্রতিনিধি: আধুনিক বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সাধনের জন্য একদল মননশীল, নৈতিক মূল্যবোধ ও কর্মদক্ষতা সম্পন্ন যোগ্য আদর্শ নাগরিক তৈরির প্রত্যয় নিয়ে লালপুরে দারুল হিকমাহ মডেল মাদ্রাসার পথ চলা শুরু হয়েছে।
লালপুর উপজেলার প্রাণকেন্দ্র দক্ষিণ লালপুরে একদল তরুণ উদ্যোক্তা ইসলামিক শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এ প্রতিষ্ঠান গড়ে তুলতে ভাড়া ক্যাম্পাসে অত্যন্ত মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন।
ছাত্রদের ইসলামি শিক্ষা ও যুগোপযোগী শিক্ষার গ্রহণে উৎসাহিত করার মাধ্যমে যেমন আরবীতে কথা বলতে পারবে, ঠিক তেমনি ইংরেজিতেও কথা বলতে পারে। অভিভাবকদের প্রত্যাশা স্মার্ট আদর্শ মানুষ হিসেবে তাদের ছেলেরা গড়ে উঠবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে।
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অব:) ড. মো: ওমর আলী বলেন আদর্শ নাগরিক তৈরী করতে হলে ইসলামি নৈতিক শিক্ষার গুরুত্ব দিতে হবে। ছোটবেলায় আদব শিক্ষা দিতে হবে। দারুল হিকমাহ্ মডেল মাদরাসা একটি ইসলামি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে।
এমন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শিশুদের আদর্শ মানুষ তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন। তিনি দারুল হিকমাহ মডেল মাদ্রাসার অগ্রগতিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিশিষ্ট আলেম, মাজদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ (অব:) হযরত মাওলানা রফি উদ্দীন খাঁন বলেন বর্তমানে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা এগিয়ে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ভালো অবদান রাখছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে স্বর্ণপদক অর্জন করে দেশের গৌরব বৃদ্ধি করছে। তেমনি ভাবে এখান থেকে আমরা আশা করবো বিশ্বের দরবারে লালপুর পরিচিত হবে।
বৃহস্পতিবার (২রা অক্টোবর) উত্তর লালপুরে দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও পরিচালক (অর্থ) জনাব মো: শরিফুল ইসলাম ও প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মো: সোয়াইফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অব:) ড. মো: ওমর আলী, এছাড়া উপস্থিত ছিলেন
মাজদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ (অব:), হযরত মাও: রফি উদ্দীন খাঁন, মাজার শরীফ টেকনিক্যাল বিএম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব ইমাম হাসান মুক্তি, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মো: সালাহ উদ্দিন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ম্যানেজার (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) জনাব মো: রবি উজ্জামান, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিমানুর রহমান , ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র কর্মকর্তা হাসানুজ্জামান ,
মাজার শরীফ টেকনিক্যাল বিজন্যাস এন্ড ম্যানেজমেন্ট মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক এহসানুল করিম তুহিন, মোহরকয়া ডিগ্রি (অনার্স) কলেজের প্রভাষক, জনাব ইমরান হোসেন, মাজদিয়া ফাজিল মাদরাসার জেষ্ঠ প্রভাষক মাওলানা জাকারিয়া হোসাইন, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) শাহাবুদ্দীন হক, নুরুল্লাহ পুর দাখিল মাদরাসার সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, মধুবাড়ী দাখিল মাদরাসার সজকারি মৌলভী জনাব তোফাজ্জল হোসাইন, পাইকপাড়া দাখিল মাদরাসার সহকারি মৌলভী জনাব মো: হামিদুল ইসলাম, ১ নং লালপুর ইউনিয়ন পরিষদ সদস্য জনাব কামারুজ্জামান চঞ্চল, হাছান প্রামাণিক প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান পাঠদান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের ফূল দিয়ে বরণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে পথ চলা শুরু করে।