তারাকান্দায় ভাইরাল চুল-দাড়ি কাটা বৃদ্ধের পাশে:….
বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার
তারাকান্দা উপজেলার ৮নং কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের হালিম উদ্দিন (৮০) ভাইরাল বৃদ্ধের পাশে দারিয়েছেন বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার।
জানা গেছে, বুধবার দুপুরে ভাইরাল বৃদ্ধ হালিম উদ্দিন খোঁজখবর নিতে উনার বাড়িতে যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দা সংসদে আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার।
তিনি বৃদ্ধের পরিবারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক কিছু অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হামিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ঘটে কোরবানির ঈদের কয়েক দিন আগে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তারাকান্দার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের হালিম উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাথার চুল,দাড়ি ও মুছ কাটছেন। এ সময় বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন,“আল্লাহ, তুই দেহিস।”
এ ঘটনায়,গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী হালিম উদ্দিন ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।