ধর্মপাশায় শারদীয় দূর্গা উৎসবে পূজা উদযাপন ফ্রন্টেরর বস্ত্র ও বৃক্ষ বিতরণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২১টি পূজা মন্ডব এর মধ্যে ১৩টির মধ্যে পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে হত দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি এবং ঔষধী গাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯শে সেপ্টেম্বর) দিন ব্যাপী বিভিন্ন স্থানে উক্ত কর্মসূচি আয়োজন করা হয়।
ধর্মপাশা উপজেলার ১৩টি পূজা মন্ডব পরিদর্শন করেন পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক ও কমিটির সদস্য বৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুজা উদযাপন ফ্রন্ট এর ধর্মপাশা উপজেলার আহ্বায়ক কমিটির আহবায়ক প্রদীপ কুমার তালুকদার।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পুজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব মৃণাল কান্তি দেবনাথ, যুগ্ম আহ্বায়ক সকুল সরকার, যুগ্ম আহ্বায়ক মুকুল পোদ্দার, যুগ্ম আহ্বায়ক বরুণ কর, যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি কর, যুগ্ম আহ্বায়ক মৃদুল সরকার, যুগ্ম আহ্বায়ক মনমোহন সরকার, সম্মানিত সদস্য,সম্রাট চৌধুরী, সদস্য সাগর সিংহ, গবীন্দ চন্দ্র দাস, নৃপেন্দ্র তালুকদার সহ কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন। ##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
২৯/০৯/২০২৫ইং