সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন এর বৃত্তি পরিক্ষা  ২০২৫ অনুষ্ঠিত  নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ইং অনুষ্ঠিত রহমানের নির্দেশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক নাসিরনগরে যুবদল নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাটোর ১ আসনে মানুষের অধিকার আদায়ে নতুন করে ভাবছেন সম্ভাব্য প্রার্থীরা  

আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ সময় দেখুন

নাটোর ১ আসনে মানুষের অধিকার আদায়ে নতুন করে ভাবছেন সম্ভাব্য প্রার্থীরা

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর-১ আসনে রাজনৈতিক মাঠ সরগরম। লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দুই উপজেলার হাটবাজার থেকে চায়ের দোকান সবখানেই চলছে ভোটের আলোচনা। দুই পৌরসভা ও ১৫ ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৩৯২ জন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ২০১৮ সালে দিনের ভোট রাতে ও ২০২৪ সালে ডামি ভোট। এ কারণে গত তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন এখানকার সাধারণ ভোটাররা। তাই এবার নির্বাচন নিয়ে বেশ উৎফুল্ল তারা। দীর্ঘদিন পর ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন। আর মানুষের অধিকার আদায়ে নতুন করে ভাবতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত আসনটি ধরে রাখে বিএনপি। এবার আসনটি পুনরুদ্ধারে বেশ জোরেশোরে মাঠে নেমেছে দলটি। পতিত আওয়ামী লীগ না থাকায় বিএনপি’র প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামী। এদিকে বিএনপি’র মনোনয়ন পেতে চারজন মাঠে সক্রিয়। করছেন গণসংযোগ। যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। শুনছেন মানুষের কষ্টের কথা। বলছেন মানুষের অধিকার নিয়ে। তারা হলেন- বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট তাইফুল ইসলাম টিপু, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-৪১) সৈয়দা আসিয়া আশরাফী পাপিয়া, প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন ও কন্যা ব্যারিস্টার  ফারজানা শারমিন পুতুল। দলীয় মনোনয়ন পেলে তারা সকলেই আসনটি বিএনপিকে উপহার দেয়ার কথা বলছেন। অপরদিকে, লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদকে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রচারণায় আছেন জেলা সদস্য সচিব এএসএম মোকাররেবুর রহমান নাসিম। এ ছাড়া খেলাফত মজলিস থেকে ড. আজাবুল হক প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে।

নির্বাচনকেন্দ্রিক ভাবনাগুলো জানতে কথা বলে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, রাজনৈতিক জীবনের ৪৩ বছর দলের অনুগত থেকেছি। আওয়ামী রক্তচক্ষু উপেক্ষা করে গত ১৭ বছর দল ও নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকেছি। এখন এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি আমার মূলশক্তি। দল সুযোগ দিলে এ আসনকে উন্নয়নের রোল মডেল বানাতে চাই। সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিয়া আশরাফী পাপিয়া বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে একসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী করেছি। এখন জন্মভূমি নাটোর-১ আসনের ভাগ্য উন্নয়নে মনোনয়ন চাই। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির উন্নয়নে বদ্ধপরিকর বলে জানান তিনি। দলের প্রতি নিবেদন ও আনুগত্যের কারণে দল তাকে মনোনয়ন দিবে বলে বিশ্বাস তার।

এ ছাড়াও কথা হয় প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ও মেয়ের সঙ্গে। তার ছেলে জেলা বিএনপি’র সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, দলীয় সকল দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি জানান, বিজয়ী হয়ে এ অঞ্চলে কৃষির উন্নয়ন, নতুন প্রজন্মের চাহিদা পূরণ ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবেন।

জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার  ফারজানা শারমিন পুতুলও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি  বলেন, বাবা মারা যাওয়ার পর ২০১৬ সাল থেকে রাজনীতিতে সক্রিয় আছি। দলের দেয়া প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। নারী প্রার্থী হিসেবে স্বচ্ছ ও ইতিবাচক রাজনৈতিক ভাবমূর্তি রয়েছে। এ কারণে দল আমাকে অগ্রাধিকার দিবে বলে বিশ্বাস করি। এ অঞ্চলের উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে বিশেষ নজর দিবেন বলে জানান তিনি।

লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ  বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের হক ও স্বপ্ন পূরণের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে চান তিনি।

এদিকে, আমার বাংলাদেশ (এবি) পার্টির হয়ে প্রচারণায় আছেন দলটির জেলা সদস্য সচিব এএসএম মোকাররেবুর রহমান নাসিম। তিনি বিজয়ী হয়ে কাজের মাধ্যমে উন্নয়ন দেখাতে চান। ভোটারদেরকে প্রতীক দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া খেলাফত মজলিস থেকে ড. আজাবুল হক প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে গণঅধিকার পরিষদ, এনসিপি ও অন্যান্য দলের প্রচারণায় কাউকে দেখা যায়নি। নির্বাচনে প্রার্থিতার বিষয়ে কারও নাম সোনা   যায় না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD