রাজিবপুরে শারদীয় দুর্গা উৎসব শুরু
কুড়িগ্রামের রাজিবপুরে একমাত্র পূজা মন্ডপে উৎসব শুরু হয়েছে। রাত পোহালেই শুরু হবে পূজা।
চর রাজিবপুর উপজেলায় হিন্দু সমপ্রদায়ের মাত্র কয়েক জন। বাকী রবিদাস সমপ্রদায়ের লোকজন। মাত্র একটি পূজা মন্ডপ তৈরি করেছেন।
নিজস্ব জমি না থাকায় অন্যের জমিতে পূজা মন্ডপের একটি অস্থায়ী ছাপরা ঘর উঠিয়ে সেখানে পূজা উৎসব করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভূমি মালিকগণ মুচলেকা দিয়ে মন্ডপ তৈরি করেন বলে পূজা কমিটির সভাপতি শ্রী গোপাল জানিয়েন।
উপজেলা প্রশাসন, বিজিবি ও চর রাজিবপুর থানার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজর দারী ও নিরাপত্তায় মহাসমারোহে চলছে সনাতন হিন্দু ধর্মের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান,কঠোর নিরাপত্তা মধ্যে চলছে পূজার প্রস্ততি।
আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩