গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে এক জেলের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে মো. শফিকুল ইসলাম রবু (৬৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নে বেগপুর দোহইল বিলে এই ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম রবু ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান জানান, শুক্রবার বিকেলে মৃত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী দোহইল বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যা নাগাদ বাসায় না ফিরলে পরিবারের লোকজন খোঁজখুজি করে। পরে না পেয়ে ওই বিলে জাল দিয়ে খোঁজাখুঁজি অব্যহত রাখে। রাত ১১টা পর্যন্ত খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বাসায় ফিরে আসে। শনিবার সকালে আবার জাল নিয়ে খোঁজাখুঁজি করে সকাল আনুমানিক ১০টার দিকে বিলের পানি থেকে তার মরা দেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত শফিকুল ইসলাম শুক্রবার বিকেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন শুক্রবার রাত পর্যন্ত বিলের পানিতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরাদিন শনিবার সকালে আবার বিলের পানিতে খোঁজাখুঁজি করতে গিয়ে তার মরা দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্টক করে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে । তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
#
মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
২৭-০৯-২০২৫