মোহনগঞ্জের সাবেক মেয়রের
একমাত্র ছেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া গ্রামের সাবেক পৌর মেয়র লতিফুর রহমান রতনের একমাত্র ছেলে লুৎফর রহমান রাইয়ান (২৬) রাজধানী ঢাকায় বুধবার দিবাগত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন। জানা গেছে, লুৎফুর রহমান রাইয়ান ঢাকা বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিল। জানা গেছে, রাজধানী কারওয়ান বাজার সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ওই শিক্ষার্থীর মোটর সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিক্ষার্থী রাইয়ান নিহত হন। এসময় সজিব নামে তার সঙ্গী গুরুত্বর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করে স্থানীয় জনতা তেজগাঁও থানায় সোর্পদ করে। রাইয়ানের মৃত্যুতে মোহনগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। নিহত লুৎফর রহমান রাইয়ানের চাচা সুলতান আহম্মেদ বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান।