আজ বৃহস্পতিবার বিকেলে ধলা স্কুল অ্যান্ড কলেজের মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা। বহু প্রতীক্ষিত এই খেলায় মুখোমুখি হয় অষ্টম শ্রেণি ও দশম শ্রেণির দল।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। আক্রমণ–প্রতি আক্রমণে খেলা হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ। মাঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় শত শত দর্শকের উপস্থিতি খেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহমুদুল হাসান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাসরিন, সহকারী শিক্ষক আজাদ, জহিরুল, মানিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি খেলাটিকে অনন্য মাত্রা দেয়।
অতিথিবৃন্দ খেলা উপভোগ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিমূলক কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।