নাটোরের লালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে ৪১টি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপকেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী লালপুর-বাগাতিপাড়া ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম, লালপুর থানার তদন্ত পরিদর্শক এস এম রিয়াজুল হাসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এ কে এম লতিফুল বারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর শাখার সভাপতি দিপেন্দ্রনাথ সাহা ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারসহ অনেকে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ৪১টি পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মীসহ ১১৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর লালপুরে ৪১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে।
ইউএনও মো. মেহেদী হাসান বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থানীয় পূজা কমিটির পাশাপাশি আনসার, পুলিশ, টহল দল এবং সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।”