নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে আব্দুল কুদ্দুছ (৬৪) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত আব্দুল কুদ্দুছ হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে।