মোহনগঞ্জে গাছে ঝুলছিল যুবকের লাশ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে শশুর বাড়ির আঙ্গিনায় ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন। রুবেল মিয়ার ১০ বছরের একটি ছেলে ও ৫ বছরের এক মেয়ে সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে উপজেলার বরান্তর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন রুবেল মিয়া। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে জাম্বুরা গাছে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার শাশুড়ি হুসনা আক্তার। বিষয়টি তিনি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানান। রুবেলের লাশ গলায় দড়ি লাগানো অবস্থায় গাছে ঝোলানো ছিল। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পাবনায় রুবেলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তারা রওনা হয়েছেন। এদিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।