মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজের দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই ঘন্টা পরে এলেম খা (৫০) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টম্বর) বিকালে উপজেলার আড়াইসিধা বাজার চারতলা এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এলেম খা বাজার চারতলা এলাকার রহিছ মিয়ার ছেলে। সে গত কিছুদিনর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মেঘনা নদী থেকে এলেম খা ও মুক্তার মিয়া মাছ ধরার ছোট নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরেই নৌকাটি পানিতে তলিয়ে যাচ্ছিল। মুক্তার মিয়া ও এলেম খা দুজনেই সাতার কেটে তীরে উঠার চেষ্টা করে। মুক্তার মিয়া সাতার কেটে তীরে চলে আসলেও এলেম খা পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘন্টা পরে এলেম খার মরদেহ উদ্ধার করেন