বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধ
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় এক অজ্ঞাতপরিচয় (৭০) বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল গ্রামস্থ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক (নং: ঢাকা মেট্রো-ট-২২-২১১৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় সড়ক পারাপারেরত বৃদ্ধকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা খবর দিলে বীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করে। পরে বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে