সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।
অনুষ্ঠানে ক্বিরাত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা ছাড়াও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। এর মধ্যে ছাবিহা আক্তার, রাহিমা বেগম, হুমায়ারা আক্তার হীরা, আলিমা আক্তার, সৈয়দা আয়শা সিদ্দিকা নোহা, ফৌজিয়া জান্নাত ফাবিহা তালুকদার, তানিয়া আক্তার ও রাহিম আলীসহ অনেকে সৃজনশীলতা ও কণ্ঠশৈলীর মাধ্যমে উপস্থিতদের মুগ্ধ করেন।
পবিত্র দিবস উপলক্ষে আলোচনা করেন সৈদেরগাঁও পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী হোসেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার বাণী নিয়ে আলোচনা করেন। মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির আহমদ।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান বলেন, “নবী করিম (সা.) মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও সত্যের আলো ছড়িয়ে গেছেন। শিক্ষার্থীদের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” সভায় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ননী গোপাল চন্দ, রাজন কুমার চক্রবর্তী (শাওন) ও ইমা দাশ।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. সমরাজ আলী, অভিভাবক লাল মিয়া ও আব্দুল মজিদ, স্থানীয় সাংবাদিক সুজন তালুকদার, তরুণ সংগঠক কফিল উদ্দিন, সায়াদ মিয়া, হাবিব তালুকদার, সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রত্না বেগম, মাহিয়া আক্তার মাহি, তাওহীদ আলীসহ অনেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ধর্মীয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।