নিখোঁজের ৩ দিন পর সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা গাজী নগরীর লাশ উদ্ধার
নিখোঁজ মাওলানা মোস্তাক আহমদ গাজিনগরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাওলানা মোস্তাক আহমদ গাজী নগরী (৫২) শান্তিগঞ্জ উপজেলার গাজী নগর গ্রামের মৃত আব্দুল মান্নানের সন্তান।
তিনি বড় মোহাঃ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়াতে উলামায়ে ইসলাম’র সহ-সভাপতি।
গত ২ সেপ্টেম্বর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মাওলানা মোস্তাক আহমদ নিজ গ্রাম গাজী নগর থেকেই নিখোঁজ হন। সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অনেক খোজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায় নি।
নিখোঁজের ৩ দিন পর আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রাম সংলগ্ন পুরাতন সুরমা নদী দক্ষিণ-পশ্চিম পাড়ে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেন।
দিরাই থানা পুলিশ নদী থেকে মাওলানা মোস্তাক আহমদ গাজী নগরীর লাশ উদ্ধার করেছে। এ সময় সকাল ৮.০০ ঘটিকায় ঘটনাস্থলে দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই থানার অফিসার ইনচার্জ এবং শান্তিগঞ্জ থানা পুলিশ উপস্থিত থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ মর্গে পাঠানোর কার্যক্রম গ্রহণ করেন।##