সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে বুধবার (৩সেপ্টেম্বর) বিকেলে জনতা তাকে আটক করেছে।
স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন। বুধবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁওয়ে পুলিশের চেকপোস্টে একটি গাড়ি আটকাতে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু গাড়িটি না থেমে দ্রুত যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ শুটার রিয়াজ-কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ জানায়, রিয়াজ বাহিনীর প্রধান, শুটার রিয়াজ ওরফে রিয়াজুল ইসলাম নারায়ণ গঞ্জের রুপগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী।সে হত্যা, ছিনতাইসহ প্রায় ২০টি মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে নারায়ানগঞ্জে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে র্যাব (RAB) তাকে আটক করেছিলো, এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল,৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ানগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ ২২ টি মামলা রয়েছে। তাকে আটকের পর নারায়ানগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে