চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ( এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আরিফ প্রামনিক, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. মেসবাহুল হক, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. লুৎফর রহমান রাফিন, থ্রাইভ প্রকল্পের মনিটরিং অফিসার মো. আলতাফুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন, প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধারের মতো পর্যায়গুলোর সমন্বয় করা হয় এবং দুর্যোগ মোকাবিলার জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি ও পর্যালোচনা করা হয়।
#
মোঃ আবদুস সালাম তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ।
০১৭১৬-৯৬১৯৪০
০৪-০৯-২০২৫