নড়াইলের কালিয়া উপজেলায় উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মুন্নি খানম (২০)। তিনি নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের প্রবাসী শিমুল মিনার মেয়ে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার জানায়, প্রায় এক বছর আগে মুন্নির বিয়ে হয় খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয়ের সঙ্গে। গত ২৯ আগস্ট সকালে তিনি বাবার বাড়ি নলামারা গ্রামে আসেন। ওই রাতেই বাড়ির উঠান থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ১ সেপ্টেম্বর থানায় অভিযোগ করা হয়।
পরদিন সকালে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডোবার কচুড়িপানার মধ্যে মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের দেখালে তারা শনাক্ত করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।