জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ, শাহজালাল মহাবিদ্যালয়, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা প্রাঙ্গণে গাছ লাগানো হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজাতুর রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতি রক্ষার পাশাপাশি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে বৃক্ষরোপণ কার্যক্রমকে আন্দোলনে রূপ দিতে হবে।