বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের নিন্দা
সিলেট জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার খেলায় সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি জামিল খান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাহেলের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফুটবল খেলা মূলত খেলোয়াড় ও দর্শকদের আনন্দের জন্য, কিন্তু ৩১ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রেফারির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে তা বিঘ্নিত হয়। এ ঘটনায় সংগঠনটি গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও দর্শকরা ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন, যা প্রশংসনীয়।
তাদের মতে, বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সাম্প্রতিক এই ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং পরিকল্পিত হতে পারে। তাই ঘটনার সঠিক তদন্ত ও বিচার প্রয়োজন। রেফারির সিদ্ধান্তসহ খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি সিলেটের ফুটবল অঙ্গনের জন্য লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে (ডিএফএ) দ্রুত তদন্ত কমিটি গঠন করে খেলোয়াড়, রেফারি ও প্রতিপক্ষ দলের অনিয়মের সঠিক বিচার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) নীতিমালা অনুসারে কঠোর শাস্তির দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের আচরণে উৎসাহিত না হয়।
এছাড়া, সংগঠনটি প্রত্যাশা করেছে যে অভিযোগ পাওয়ার পর টুর্নামেন্ট স্থগিত রেখে দ্রুত আইনগত প্রক্রিয়ায় সমস্যার সমাধান করা হবে। একই সঙ্গে তারা সতর্ক করে জানিয়েছে, বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে, তাই কোনো পক্ষকে আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা উচিত নয়।