“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুরু হয়েছে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এটি বাস্তবায়িত হচ্ছে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) প্রকল্পের আওতায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
এই প্রশিক্ষণে নির্বাচিত ৪০ জন শিক্ষিত ও বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন। গত ২০ আগস্ট সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণ ভ্যানের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।