চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় মোসাঃ তাসলিমা খাতুন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামে। নিহত তাসলিমা খাতুন ওই গ্রামের মশিউর রহমানের মেয়ে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আইনাল হক জানান, সকালে বাড়ির পাশে খেলার সময় রহনপুর থেকে ছেড়ে আসা অপরাজিতা কমিউটার (১৩০ ডাউন লোকাল) ট্রেনের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।