তারাকান্দায় রফিকুল ইসলাম (৪৫) নামে একজনের হত্যা করা লাশ উদ্ধার হয়েছে। সে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকী নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছেন। রফিকুল ইসলাম বাড়িতে রোববার রাতের খাবার খেয়ে পাশ্ববর্তি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে রাত ২টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজতে বের হন। এক পর্যায়ে পুকুর পাড়ে গাছের সাথে হাত পা বাধা অবস্থায় তার লাশ দেখতে পান। তার গায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলাতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।