কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাঁচলক্ষী এলাকায় বনের জমিতে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পাঁচলক্ষী মৌজার ২০৪ নাম্বার দাগে অবৈধভাবে দখল হয়ে যাওয়া প্রায় বিশ একর বনভূমি উদ্ধারের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১৫টি ঘর পুরোপুরি ভেঙে ফেলা হয় এবং কয়েকটি ঘর আংশিকভাবে ভাঙা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের উদ্ধার অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) সামসুল আলম আরিফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা শাজাহান মিয়া এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি বনের জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে আসছিলেন। সরকারি বনভূমি রক্ষার্থে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।