ছাতকে পুলিশ ও র্যাবের হাতে
মাদক কারবারি রফিক গ্রেফতার
ছাতক থানা পুলিশ ও র্যাবের এক যৌথ অভিযানে ভারতীয় মদসহ রফিক মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ছাতক পৌর শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় মদ সহ শুক্রবার রফিক মিয়াকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় থানায় একটি মামলা (নং ২৬) তারিখ ৩০.০৮.২০২৫ ইং রুজু করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান, ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।