ছাতকে নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন গ্রেফতার
ছাতকে পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন-কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় ছাতক শহরের কোর্টরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার এসআই মোঃ সাদেক, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ সিকান্দর আলী, এসআই মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, এসআই রোমেন মিয়া, এএসআই শওকত আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মোঃ আব্দুল মমিন নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ও নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
গ্রেফতারকৃত আব্দুল মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ
জানিয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন