নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকায় গণসংযোগ; ইদ্রিস আলী
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আন্দোলনে বাংলাদেশ আলহাজ্ব মাওঃ ইদ্রিস আলী বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি মনোনীত প্রার্থী বিভিন্ন এলাকা,উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড,গ্রাম সহ হাটবাজারে সাধারণ জনগনের খোঁজখবর নেন।তিনি নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই,নন্দীগ্রাম,চাকলমা,ওমরপুর,কাথম,সিমলা বাজার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি সবসময় মানুষের সেবামূলক কাজ করে আসতেছেন।
তিনি বলেন; ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ান।ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় হকের পথে চলেন এবং সত্য কথা বলেন।এদেশের চলমান দুর্নীতি, বৈষম্য ও মূল্যবোধহীন রাজনীতি বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করছে।আমরা শুধু সরকার বদলাতে নয়, নীতি ও আদর্শের পরিবর্তন ঘটাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ।আমাদের উদ্দেশ্য একটাই নির্বাচনে আসা আমরা এ দেশকে আমাদের ইসলামের আদর্শে আদর্শিত করতে চাই।আমরা সব সময় দেশের উন্নয়নমূলক কাজ করতেছি।